ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ভারতের অন্ধ্রপ্রদেশে পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে এক যুবকের তার মাকে হত্যার ভিডিও ইন্টারনেটে কক্সবাজারের ঘটনা বলে ছড়ানো হচ্ছে। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানিয়েছে, ভিডিওটি কক্সবাজারের কোনো সহিংসতার নয়। প্রকৃত ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার কোয়ালাগুদেম এলাকায়। গত ১০ আগস্ট পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে জে শিবাজি (৩০) নামের এক যুবক তার মা জে নরসাম্মা (৫০)-কে রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, ইন্টারনেটে ছড়ানো ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতের গণমাধ্যম প্রতিষ্ঠান বিগ টিভি’র ইউটিউব চ্যানেলে ১১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়।
এছাড়া প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করলে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ওয়েবসাইটেও ১১ আগস্ট এই ঘটনার বর্ণনা পাওয়া যায়। এলুরু জেলার পুলিশ সুপার প্রতাপ শিব কিশোর সংবাদ সংস্থাকে বলেন, ‘পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে কোয়ালাগুদেমের এক ব্যক্তি তার মাকে হত্যা করেছে।’
বাংলাফ্যাক্ট জানিয়েছে, তারা বাংলাদেশে চলমান ভুয়া খবর ও গুজব প্রতিরোধ এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।