বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:১২ আপডেট: : ২৩ আগস্ট ২০২৫, ১৬:১১
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সফর বাতিল হয়নি, শুধু স্থগিত হয়েছে। শিগগিরই তিনি বাংলাদেশ সফর করবেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে এ তথ্য নিশ্চিত করেছে ।

বাংলাফ্যাক্ট জানায়, আগামী ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলোনির বাংলাদেশ, সিঙ্গাপুর ও জাপানসহ পাঁচটি দেশ সফরের কথা ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় ইতালি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আপাতত এশিয়া সফর করতে পারছেন না তিনি।

বাংলাফ্যাক্ট জানায়, ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী, কিন্তু শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে শিরোনাম করেছে কয়েকটি গণমাধ্যম।

বাংলাফ্যাক্ট অনুসন্ধানে দেখা যায়, কালবেলা, সমকাল, মানবজমিন, ইত্তেফাক, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, আলোকিত বাংলাদেশ, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, ফিনানশিয়াল এক্সপ্রেস, এখন টিভি, সময় নিউজ, জাগো নিউজ, বার্তা২৪, বিডিনিউজ২৪সহ বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যমের শিরোনামে শুধু ঢাকা সফর বাতিলের কথা বলা হয়েছে। এতে পাঠক বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

যদিও তাদের মূল প্রতিবেদনে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিতের বিষয়টি উল্লেখ আছে। তবে দৈনিক কালবেলা ‘ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল’ শিরোনামের প্রতিবেদনে মেলোনির অন্য দেশের সফর স্থগিতের বিষয়ে কিছু লেখেনি, যা মূল পরিস্থিতির আংশিক চিত্র তুলে ধরে।

অন্যদিকে দ্যা ডেইলি স্টার, যুগান্তর, জনকণ্ঠ ও ডয়েচে ভেলে তাদের শিরোনামেই এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিতের বিষয়টি স্পষ্ট করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি স্টারকে বলেন, ‘মেলোনির সফর বাতিল করা হচ্ছে না। এটা শুধু স্থগিত হয়েছে। অদূর ভবিষ্যতে তিনি বাংলাদেশ সফর করবেন।’

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০