ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে অস্ত্র উদ্ধারের পুরোনো ভিডিও দিয়ে ডাকসু বিষয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ডাকসু নির্বাচনে সহিংসতার জন্য নিয়ে আসা গাড়ি ভর্তি অস্ত্র, সেনাবাহিনী উদ্ধার করেছে দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি মিথ্যা এবং এর সঙ্গে ডাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এছাড়া তা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকারও নয়। ভিডিওটি আসলে ২০২৪ সালের আগস্টে রাজশাহীতে ঘটা একটি ঘটনার। সেখানে দেখা যায়, একটি প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এরপর তারা উদ্ধারকৃত অস্ত্র ও গাড়ি বিজিবির কাছে হস্তান্তর করে। এ ঘটনায় গাড়িচালক হোসেন মিয়াকেও আটক করা হয়েছিল।
আলোচিত ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চে জাতীয় দৈনিক ভোরের পাতা’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ আগস্ট ‘রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার’ শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে মিল পাওয়া গেছে। এছাড়া প্রসাঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোসহ মূলধারার একাধিক গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১০ আগস্ট রাজশাহী নগরীর রেলগেট এলাকায় একটি প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেন শিক্ষার্থীরা। সেসময় তারা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করে।
বাংলাফ্যাক্ট বলেছে, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার, কিন্তু ইন্টারনেটে তা ডাকসুর সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।