পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে নকল ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সময়কালের লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্য বিকৃত করে সমকালের নামে এডিটেড ফটোকার্ড প্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে সমকালের লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটেকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সমকাল ‘মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে’ শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এমন কোনো মন্তব্য করেননি। অনুসন্ধানে সমকালের ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও পরিবেশ উপদেষ্টার এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। সমকালের ফটোকার্ডের টেক্সট ফন্টের সঙ্গে আলোচিত ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, মূলত, সমকালের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২ সেপ্টেম্বর ‘হাতির খাদ্যোপযোগী গাছ লাগানো জরুরি’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সময়কালের লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজসাক্ষী মামুনের জেরা শেষ, হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৮ সেপ্টেম্বর
ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার 
জয়পুরহাটে গ্রাম আদালতে মিলছে কাঙ্ক্ষিত সেবা 
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,২০০ ছাড়িয়েছে
প্লাস্টিক নিয়ে জয়পুরহাটে সচেতনতামূলক প্রচারণা
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ২ কোটি ১০ লক্ষ টাকার কল্যাণ অনুদান বিতরণ
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর
গ্রেনেড হামলা মামলার সর্বোচ্চ আদালতে প্রামণিত হয়েছে তারেক রহমান নির্দোষ : ব্যারিস্টার কায়সার কামাল
১০