মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্তের দাবিটি ভুয়া : ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আবার কেউ কেউ বলছে, এটি কক্সবাজার বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানে অগ্নিকাণ্ডের দৃশ্য।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়ার ফুটেজ। গত ২৬ ফেব্রুয়ারি সেখানে একটি ডামি বা নকল বিমানে আগুন দিয়ে মহড়া চালানো হয়। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে পাওয়া যায় যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এই ভিডিও ওই দিন প্রকাশিত হয়েছিল।

ফ্যাক্টওয়াচ জানায়, চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ অনুষ্ঠিত হয়। ৭ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহণ বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)-এর তথ্য অনুসারে, এ মহড়া গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানায়, এ সময় চট্টগ্রাম বিমানবন্দরে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি কোনো বিমান দুর্ঘটনায় পড়েনি, এমনকি এধরণের কোনো তথ্য সংবাদমাধ্যমসহ অন্যান্য নির্ভরযোগ্য সূত্রেও পাওয়া যায়নি। দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণকে সঠিক তথ্য জানানোর দায়িত্বে নিয়োজিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জামায়াতের আমিরের
রোহিঙ্গা সংকটকে আলোচনার কেন্দ্রে রাখতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান
তরুণদের স্বপ্ন দেখালো খুলনার ‘এলিভেটপে বিটপা কনফারেন্স’
পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পিরোজপুরের ১৩ জেলে ভারতের কারাগারে : দেশে ফিরিয়ে আনার আকুতি স্বজনদের
বিজিএমইএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় প্লাস্টিক বর্জ্য রোধে সচেতনতা সেমিনার
১০