জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৭
ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় নির্বাচন ২০২৬ সালে হওয়ার সম্ভাবনা নেই।’— এমন মন্তব্য করেছেন দাবি করে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক কালবেলার লোগোসহ একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিমের যাচাইয়ে দেখা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় নির্বাচন ২০২৬ সালে হওয়ার সম্ভাবনা নেই।’— এমন মন্তব্য করেননি। 

পাশাপাশি একই দাবি করে দৈনিক কালবেলার আদলে এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন গ্রেফতার
জয়পুরহাটে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 
নেত্রকোণায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় নিউজিল্যান্ডের
এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
ঝালকাঠিতে নারী সমাবেশ
নেত্রকোণায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ'র ৭৭তম জন্মদিন পালন
কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশের রৌপ্য জয়
একতা ধ্বংস হলে ফ্যাসিবাদী প্রবণতা বাড়তে পারে: আমীর খসরু
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
১০