
ঝালকাঠি, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝালকাঠি সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুর রহমান খানের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকছেদ আলী খন্দকার।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার মিত্র, সিনিয়র শিক্ষক শিখা রানী মন্ডল প্রমুখ।
সমাবেশে তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহিত পদক্ষেপ, ডেঙ্গু প্রতিরোধ, মাদক, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়।
সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার দেড়শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।