
ঠাকুরগাঁও, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের প্রতিবাদ ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালিয়ে ভয়ভীতির রাজত্ব সৃষ্টি করেছে। দেশের জনগণ ন্যায়বিচার ও ভোটাধিকার থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া লকডাউন কোনো জনকল্যাণমূলক উদ্যোগ নয়। তাই লকডাউন প্রতিরোধে সবাইকে রাজপথে থাকতে হবে।
সমাবেশে আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি করেন তিনিসহ উপস্থিত নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।