ঠাকুরগাঁওয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির সমাবেশ

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:৫৬
আজ ঠাকুরগাঁওয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির সমাবেশ। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের প্রতিবাদ ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালিয়ে ভয়ভীতির রাজত্ব সৃষ্টি করেছে। দেশের জনগণ ন্যায়বিচার ও ভোটাধিকার থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া লকডাউন কোনো জনকল্যাণমূলক উদ্যোগ নয়। তাই লকডাউন প্রতিরোধে সবাইকে রাজপথে থাকতে হবে। 

সমাবেশে আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি করেন তিনিসহ উপস্থিত নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭
গণসংহতি আন্দোলনের এক দশক পূর্তিতে কাল সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল র‌্যালি
ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে চাকসুতে বিক্ষোভ মিছিল
আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পিকেএসএফ-এর ৩৫তম বর্ষপূর্তি: আরও বৃহত্তর পরিসরে বেশি মানুষকে সেবা প্রদানের অঙ্গীকার
বাংলাদেশ একাদশে নেই শমিত, ফিরলেন জামাল
সরকারি সেবার মান প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ করতে হবে : শীষ হায়দার চৌধুরী
অধ্যাপক আলী রীয়াজ-কে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ
২৩ নভেম্বর বিপিএলের নিলাম
কুলসুমের ব্রোঞ্জ জয়
১০