সাংবাদিক সুরক্ষা আইন চলতি মাসেই অনুমোদন করা হবে : বিচারপতি এ কে এম আব্দুল হাকিম

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:৪৪
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইন চলতি নভেম্বর মাসের মধ্যেই অনুমোদন করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি চলতি মাসেই অনুমোদন করা হবে। সাংবাদিক সুরক্ষা আইন হলে সাংবাদিকরা কিছুটা হলেও শারীরিক ও পেশাগত সুরক্ষা পাবেন। সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও বেশ কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে। আইনগুলো অচিরেই পাশ হবে বলে আশা করছি।

কর্মশালায় সাংবাদিকদের একাধিক প্রশ্নের বিস্তারিত জবাব দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন সহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭
গণসংহতি আন্দোলনের এক দশক পূর্তিতে কাল সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল র‌্যালি
ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে চাকসুতে বিক্ষোভ মিছিল
আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পিকেএসএফ-এর ৩৫তম বর্ষপূর্তি: আরও বৃহত্তর পরিসরে বেশি মানুষকে সেবা প্রদানের অঙ্গীকার
বাংলাদেশ একাদশে নেই শমিত, ফিরলেন জামাল
সরকারি সেবার মান প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ করতে হবে : শীষ হায়দার চৌধুরী
অধ্যাপক আলী রীয়াজ-কে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ
২৩ নভেম্বর বিপিএলের নিলাম
কুলসুমের ব্রোঞ্জ জয়
১০