নেত্রকোণায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ'র ৭৭তম জন্মদিন পালন

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:২৫
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ'র ৭৭তম জন্মদিন উপলক্ষে হিমু পাঠক আড্ডার আয়োজনে শহিদ মিনার থেকে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নেত্রকোণা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণায় নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ'র ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।

হিমু পাঠক আড্ডার আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের শহিদ মিনার থেকে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ পর্যন্ত হিমু-রুপাদের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার ও জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ অংশগ্রহণ করেন।

কবি, লেখক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ পকেটবিহীন হলুদ পাঞ্জাবি, নীল শাড়ি পরে হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি হিমু ও রুপাকে ধারণ করে হুমায়ূন পাঠকরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে দেশবরেণ্য এই কথাসাহিত্যিকের জন্মদিনের কেক কাটা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সৃষ্টি করা বিভিন্ন গান, সিনেমার অংশবিশেষ ও নৃত্য পরিবেশন করা হয়।

মনোমুগ্ধকর এ অনুষ্ঠান উপভোগ শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসক হিসেবে হুমায়ূন আহমেদ স্যারের নিজ জেলায় আমি প্রথমবার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত এবং গর্বিত। হুমায়ূন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলা সাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণ করে দেশের মানুষের হৃদয় জয় করেছেন।

তিনি বলেন, তার সাহিত্যকর্মে হিমু, রূপা চরিত্র সৃষ্টি করে নতুন প্রজন্মকে ব্যাপক ভাবে আকৃষ্ট করেছিলেন। ফলে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মধ্যে যুগযুগ ধরে মানবিকতা, কল্পনাশক্তি ও জীবনের সৌন্দর্য অনুধাবনের অনুপ্রেরণা যোগাবে।
তিনি আরো বলেন,হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার তুলনা হয় না, উনি জীবিতকালে যেমন ছিলেন, তারচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন উনার মৃত্যুর পর। আমরা চাই উনার এ পাঠক সমাদৃতা আজীবন আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও যেন তাঁর সৃষ্টকর্ম বেঁচে থাকে। আর তাই আমরা আরো বেশি হুমায়ূন আহমেদেকে চর্চা করতে চাই, যাতে পরবর্তী প্রজন্মের কাছে উনি চিরকাল বেঁচে থাকেন তাঁর আপন মহিমায়।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিক্টর পরিবহনে অগ্নিসংযোগ : আওয়ামী লীগ নেতা শামীম রিমান্ডে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে
ঠাকুরগাঁওয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির সমাবেশ
চট্টগ্রামে টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
সুন্দরবনের ইকো রিসোর্ট পর্যটন শিল্পের অপার সম্ভাবনা
১৮ মাসের মধ্যে ব্যাংক আমানতের দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি
সাংবাদিক সুরক্ষা আইন চলতি মাসেই অনুমোদন করা হবে : বিচারপতি এ কে এম আব্দুল হাকিম
বিএমইউতে ফিজিক্যাল মেডিসিন দিবস উদযাপন 
প্রথম টেস্টে জয়ের কাছাকাছি বাংলাদেশ
উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীলতা জোরদারে উদ্যোগ নিয়েছে সরকার
১০