নেত্রকোণায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩০
আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার। ছবি : বাসস

নেত্রকোণা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণার পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা আহমেদ (৩৭), ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (৪০), ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদার (৫৩) এবং ৬ নম্বর পূর্বধলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাদেকুর রহমান বাচ্চু (৫০)।

তথ্য নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিক্টর পরিবহনে অগ্নিসংযোগ : আওয়ামী লীগ নেতা শামীম রিমান্ডে
এলডিসি উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য রূপান্তরে ডব্লিউটিও’র দৃঢ় সমর্থন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে
ঠাকুরগাঁওয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির সমাবেশ
চট্টগ্রামে টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
সুন্দরবনের ইকো রিসোর্ট পর্যটন শিল্পের অপার সম্ভাবনা
১৮ মাসের মধ্যে ব্যাংক আমানতের দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি
সাংবাদিক সুরক্ষা আইন চলতি মাসেই অনুমোদন করা হবে : বিচারপতি এ কে এম আব্দুল হাকিম
বিএমইউতে ফিজিক্যাল মেডিসিন দিবস উদযাপন 
প্রথম টেস্টে জয়ের কাছাকাছি বাংলাদেশ
১০