'বিডি ডাইজেস্ট' আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়ানোর প্ল্যাটফর্ম বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৪১

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস) : নিউজ সাইটের ছদ্মবেশে পরিচালিত ‘বিডি ডাইজেস্ট’ মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়ানোর একটি প্ল্যাটফর্ম বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, নিউজ সাইটের ছদ্মবেশে পরিচালিত ‘বিডি ডাইজেস্ট’ মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়ানোর একটি প্ল্যাটফর্ম। বিডি ডাইজেস্ট-আওয়ামী লীগের দলীয় প্রচার, ষড়যন্ত্র তত্ত্ব তৈরি এবং অপতথ্য ছড়ানোর একটি প্রোপাগান্ডা মেশিন। কানাডা-প্রবাসী আওয়ামী অ্যাক্টিভিস্ট কাজী মামুনের উদ্যোগে নিউজ সাইটের ছদ্মবেশে এটি পরিচালিত হয়।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, ‘নিউজ সাইট হিসেবে নিজেদের উপস্থাপন করলেও, বিডি ডাইজেস্ট মূলত আওয়ামী লীগের রাজনৈতিক একটি প্রোপাগান্ডা প্ল্যাটফর্ম। আওয়ামী লীগের পক্ষে সংগঠিত রাজনৈতিক ক্যাম্পেইন চালানোই এর প্রধান উদ্দেশ্য। ওয়েবসাইটটিতে সাধারণ নিউজ পোর্টালের প্রায় সব উপাদানই রয়েছে : রাজনীতি, অর্থনীতি, বিনোদন, এমনকি খেলাধুলার জন্যও একটি আলাদা সেকশন আছে। এর ফটো কার্ডগুলোও পেশাদারভাবে তৈরি হওয়ায় অনেক পাঠক একে সাধারণ সংবাদমাধ্যম হিসেবে ধরে নিয়ে শেয়ার করছেন এর কনটেন্ট। তা ছাড়া, সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়মিতভাবে বিডি ডাইজেস্টের ‘নিউজ’ শেয়ার দিতে দেখা যায়।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতনের পর থেকে আওয়ামী লীগ প্রোপাগান্ডা ও অপপ্রচারকে তাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এর অংশ হিসেবে অনেকগুলো ফেসবুক পেজ ও ওয়েবসাইট পরিচালিত হচ্ছে। বিডি ডাইজেস্টও একই ঘরানার প্রপাগান্ডা মেশিন।'

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য 
ঢাকাসহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে
নারী কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ
নবান্নের পিঠার সুবাসে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়
আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে: মিনু
তিনদিনব্যাপী আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন করবে বিএজেএফ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ১৭ ডিসেম্বর
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর
লালদিয়া কনটেইনার টার্মিনালের জন্য কাল ৩০ বছরের পিপিপি চুক্তি সই করবে সিপিএ
১০