তারেক রহমান দেশে ফিরছেন বলে ছড়িয়ে পড়া ভিডিওটি জানুয়ারির: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ আপডেট: : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৯

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : লন্ডন থেকে তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে চলতি বছরের জানুয়ারির বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি এখনকার নয়। এর সঙ্গে বর্তমানে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। ওই সময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনেই ছিলেন।

বাংলাফ্যাক্ট জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম এবং দেশের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে কেন্দ্র করে গুজব, ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার, ‘চব্বিশের আন্দোলন’ এবং এতে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা লক্ষ্য করা গেছে। এসব বিষয়ে প্রমাণও মিলেছে বলে জানায় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

বাংলাফ্যাক্ট হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য ঠেকাতে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
১০