দিনাজপুরে তারুণ্যের উৎসব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:১৪ আপডেট: : ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:২৯
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান আজ দিনাজপুর জেলা শহরে একাডেমি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সমাপনী ও পুরস্কার বিতরণ করেন। ছবি : বাসস

দিনাজপুর, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা শহরে একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব এবং “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী হয়েছে। 

আজ শুক্রবার দুপুর আড়াই টায় তারুণ্যের উৎসব বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে তরুণদের ভূমিকায় ব্যাপক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তরুণদের এই অগ্রযাত্রাকে উৎসাহ দিতে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তির মেলার আয়োজন করা হয়েছে। 

সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে ও একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোছা. শাহীনা বেগম। সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোছা. শারমিন আখতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেরাজুল ইসলাম প্রমুখ। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা স্কুল-কলেজ ও বিশেষ গ্রুপে ৩২টি স্টলে বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। প্রতিযোগিতার মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ উদ্ভাবন, বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ প্রভৃতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় কোচ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
১০