দিনাজপুরে তারুণ্যের উৎসব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:১৪ আপডেট: : ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:২৯
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান আজ দিনাজপুর জেলা শহরে একাডেমি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সমাপনী ও পুরস্কার বিতরণ করেন। ছবি : বাসস

দিনাজপুর, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা শহরে একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব এবং “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী হয়েছে। 

আজ শুক্রবার দুপুর আড়াই টায় তারুণ্যের উৎসব বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে তরুণদের ভূমিকায় ব্যাপক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তরুণদের এই অগ্রযাত্রাকে উৎসাহ দিতে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তির মেলার আয়োজন করা হয়েছে। 

সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে ও একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোছা. শাহীনা বেগম। সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোছা. শারমিন আখতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেরাজুল ইসলাম প্রমুখ। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা স্কুল-কলেজ ও বিশেষ গ্রুপে ৩২টি স্টলে বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। প্রতিযোগিতার মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ উদ্ভাবন, বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ প্রভৃতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেফতার
‘র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনের সঠিকতা নিরূপণে কর্মশালা
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবীতে দলিল লেখকদের মানববন্ধন 
১০