শিরোনাম
জয়পুরহাট, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ বেলা ১১টায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন যুব উন্নয়ন অধিদপ্তর হল রুমে অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়র রহমান প্রমুখ।
সমাবেশে জয়পুরহাট জেলার সেরা প্রশিক্ষণ প্রাপ্ত যুব উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।