রাজশাহীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:৪৩

রাজশাহী, ৮ জুলাই ২০২৫ (বাসস) : রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে পুঠিয়া পিএন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। 

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পুঠিয়ার মুখোমুখি হয় চারঘাট উপজেলা। ম্যাচটিতে ৫-০ গোলে জয়লাভ করে স্বাগতিক পুঠিয়া। বৈরি আবহাওয়ার মধ্যেও পুরো মাঠে দর্শক উপস্থিতি ছিলে চোখে পড়ার মত। 

এই টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও রাজশাহী সিটি করপোরেশনের ১টি দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে। পর্যায়ক্রমে তিনটি ভেন্যু পুঠিয়া, মোহনপুর, রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সদস্য ও টুর্নামেন্টের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান রতন, ভেন্যু প্রস্তুত উপকমিটির আহ্বায়ক ডালিম হোসেন শান্ত, সদস্য মেহেদী হাসান পুলক ও পুঠিয়া থানার ওসি কবির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০