ডাকসু সদস্য রাফিয়ার বাসায় বোমা নিক্ষেপের ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ২৩:৫৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাসায় গভীর রাতে হাতবোমা নিক্ষেপ, দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগের চেষ্টা এবং তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। আজ শুক্রবার জামায়াতের ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে তারা এ ক্ষোভ প্রকাশ করেন।  

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একটি পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেনি, বরং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শান্তিপ্রিয় শিক্ষার্থী, নারী ও সাধারণ নাগরিকদের ওপর এ ধরনের হামলা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। জামায়াতে ইসলামী মহিলা বিভাগ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং রাফিয়া ও তার পরিবারের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি, নারীর নিরাপত্তা, শিক্ষার্থীর অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটাই আমাদের প্রত্যাশা।

বিবৃতিতে তারা তিন দফা দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে- হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান করা; শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের রাজনৈতিক-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু সদস্য রাফিয়ার বাসায় বোমা নিক্ষেপের ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ শিবিরের
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
নারায়ণগঞ্জে ভূমিকম্পে এক শিশুর মৃত্যু
বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি : আল আমিন
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
১০