আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছেন আবু তালহা

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৯:২১

লালমনিরহাট, ৯ জুলাই ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক কিশোর ফুটবল আসর ‘লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫’-এ অংশ নিতে যাচ্ছেন লালমনিরহাট সদরের বড়বাড়ী কলেজপাড়ার ফুটবল একাডেমির ছাত্র আবু তালহা (১৬)। মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তিনি জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করবেন।

‘হ্যালো সুপারস্টারস’-এর তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে গঠিত হয়েছে বাংলাদেশ দল। সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জোলাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আবুল কাশেমের ছোট ছেলে আবু তালহা এই দলে সুযোগ পান।

আবু তালহা কাঠালবাড়ি নুরুল্লাহ ফাজিল ডিগ্রী মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই তরুণ বলেন, “আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার। এই সুযোগকে সেই স্বপ্নের পথে প্রথম ধাপ হিসেবে দেখছি। লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে সুযোগ পেয়ে খুব খুশি। আমাদের একাডেমি থেকে আমি ছাড়াও আরও একজন সুযোগ পেয়েছে। সবার দোয়া থাকলে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারব ইনশাআল্লাহ।”

আবু তালহার বাবা আবুল কাশেম বাসসকে বলেন, “ছেলে লা লিগায় খেলবে শুনে আমি খুব আনন্দিত। এলাকার মানুষ এসে মিষ্টিমুখ করতে চাইছে। আমি গরীব মানুষ, মাছ বিক্রি করে সংসার চালাই। তারপরও ছেলের স্বপ্ন পূরণের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি।”

তার মা আছিয়া বেগম বলেন, “আমার ছেলে যেন আলোর মতো জ্বলে ওঠে, সেটাই আমার প্রার্থনা। অনেক কষ্ট করে সে এখানে পৌঁছেছে। আমি চাই সে যেন পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করে।”

বড়বাড়ী কলেজপাড়া ফুটবল একাডেমির পরিচালক এবিএম ফিরোজ সিদ্দিকী আপেল বলেন, “আমার একাডেমির ছাত্ররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলছে এটা আমাদের জন্য গর্বের বিষয়। আবু তালহা খুব ভালো একজন খেলোয়াড়। আমি বিশ্বাস করি, একদিন সে জাতীয় দলের জার্সি গায়ে জড়াবে।”

গত ১৬ জুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর এ্যাথলেটিকস ট্র্যাক মাঠে মাঠপর্যায়ের বাছাই অনুষ্ঠিত হয়। অনলাইন বাছাইয়ের পর আয়োজিত এ ক্যাম্পে বিচারক ছিলেন বিকেএসপির সাবেক মহাপরিচালক লে. কর্নেল (অব.) এমএ লতিফ খান এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, মামুনুল ইসলাম মামুন ও জাহিদ হাসান এমিলি। সেখান থেকেই চূড়ান্তভাবে নির্বাচিত হয় ১৬ সদস্যের দল।

আগামী ১১-১৩ জুলাই মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের আয়োজক লা লিগার অফিশিয়াল পার্টনার শ্যামবিল পার্ক। গত বছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ায়। এ বছর ফিলিপাইন, মালয়েশিয়া ও থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে লা লিগা ইয়ুথ টুর্নামেন্টের তিনটি আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০