ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৯:৩৮

ঠাকুরগাঁও, ৯ জুলাই ২০২৫ (বাসস) : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে শীবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ। ১০নং জামালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সভাপতি মো: কায়স।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেষ্ট অব অনার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: দবিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজওয়ানুল হক রেজু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ হোসেন সাজু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি মো: নাজিম উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: রাসেদুজ্জামান রাসু।

উদ্বোধনী খেলায় ৩নং ওয়ার্ড টিম টাইব্রেকারে ৩-২ গোলে (৪+৬) নং ওয়ার্ড টিমকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা ছিল। খেলা পরিচালনা করেন মো: বেলাল হোসেন, মো: দারুল ইসলাম ও মো: আসাদুজ্জামান শামিম।

ম্যাচের শুরুতে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে একটি করে বল উপহার দেন প্রধান অতিথি।

এই টুর্নামেন্টে ১০নং জামালপুর ইউনিয়নের মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ
দর্শনার ঝাঝাডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহতের বাড়িতে নাহিদসহ এনসিপির নেতৃবৃন্দ
ভারতে সেতু ধসে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক
সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ: নাহিদ ইসলাম
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত
সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ
বনানীতে রেস্টুরেন্ট অ্যান্ড বার ভাঙচুর : প্রধান আসামি মনিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০