২০ বছর পর রংপুরে ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:৩৩
ছবি : বাসস

রংপুর, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : দীর্ঘ ২০ বছর পর রংপুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ফুটবল প্রতিযোগিতা ‘জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। 

সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হওয়া এ টুর্নামেন্টে রংপুর জেলার ৮ উপজেলার ৮টি ফুটবল দল অংশ নিচ্ছে। এর আগে রোববার টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মো: রবিউল ফয়সাল।

তারুণ্যের উৎসবকে সামনে রেখে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গ্যালারিভর্তি দর্শক, থিম সং ও বর্ণাঢ্য আয়োজনে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সকলে দারুন উপভোগ করেছে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রংপুর সদর বনাম কাউনিয়া উপজেলা। ম্যাচের ৮৬তম মিনিটে রংপুর সদরের খেলোয়াড় আওলাদের অসাধারণ গোলে জয় নিশ্চিত হয়। জাতীয় দলের লেফট-ব্যাক ইসা ফয়সালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ম্যাচে দারুন দক্ষতা দেখিয়ে রংপুর সদরের গোলরক্ষক পারভেজ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ‘২০০৫ সাল থেকে দীর্ঘ ২০ বছর পর এই মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি নতুন অর্জন, শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে পাওয়া অর্জনের ধারাবাহিকতা।’

জেলা প্রশাসক মো: রবিউল ফয়সাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শাহ মমতাজুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নরেশ চাকমা, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, ক্রীড়া সংস্থার সদস্য শেখ রেজোয়ান, তৌহিদুর রহমান ও ফারহান তানভীর ফাহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ ইমতি ও ইমরান হোসেন।

টুর্নামেন্টের ম্যাচগুলো জেলা স্টেডিয়াম ছাড়াও জেলার আরও ৩টি উপজেলায় অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০