আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় ৩য় রাউন্ড শেষে তিনজন শীর্ষে

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৭:৫২

ঢাকা, ৯ আগস্ট ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৩ জন খেলোযাড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। 

শীর্ষে থাকা খেলোয়াড়রা হলেন : স্পোর্টস বাংলার ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, তিতাস ক্লাবের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। 

আড়াই পয়েন্ট করে নিয়ে তিন জন খেলোয়াড় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন , তিতাস ক্লাবের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের অন্তু চৌধুরীমিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আজ (শনিবার) সকালে আইসিটি বিভাগের শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল- ৪ এ তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তানভীর আলমকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীনকে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ মোহাম্মদ শাকিলকে, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন কাজী সাইফকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, তাশরিক সায়হান শান মোঃ মঞ্জুর আলমকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়র মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোকে, দেলোয়ার হোসেন আজান মাহমুদকে, সিয়াম চৌধুরী মোঃ নাসির উদ্দিনকে, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওনকে, শেখ রাশেদুল হাসান আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে, রায়ান রশিদ মুগ্ধ আওসাফ চৌধুরীকে ও আব্দুল মোমিন মুহতাদি তাজওয়ার নাশিদকে পরাজিত করেন। 

আন্তর্জাাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন অন্তু চৌধুরীর সাথে, মহিলা আন্তর্জাাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী সারোয়ার হোসেন উল্লাসের সাথে ড্র করেন। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম আফনান জারিফ হকের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। 

চতুর্থ রাউন্ডের খেলা আগামীকাল রোববার বেলা ৩.০০টা হতে একই স্থানে শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০