ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২
ছবি : বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে এবং ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু  হয়েছে  ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও মহিলা) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০২৫।

প্রধান অতিথি হিসেবে রোববার দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি এবং পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের পরিচালক (কর্পোরেট এ্যাফেয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন, কোষাধ্যক্ষ মোঃ মাকসুদ আক্তার মোবারকি, সদস্য আব্দুল কাদির, তামজিদ রহমান ও শিরিন সুলতানা সহ অন্যান্যরা।      

প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ বিভাগে ৩টি এবং মহিলা বিভাগে ২টিসহ মোট ৫টি ওজন শ্রেণীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পুরুষ ৭৯ কেজিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিপু চন্দ্রকে হারিয়ে স্বর্ণ পায় বাংলাদেশ পুলিশের জিহাদ।

৮৬ কেজিতে বিজিবির শাকিলকে পরাজিত করে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের আলী আমজাদ।

৯৭ কেজিতে পুলিশের শান্তকে হারিয়ে স্বর্ণ পায় বিজিবির বিল্পব।

মেয়েদের ৬২কেজিতে পুলিশের হাবিবাকে হারিয়ে স্বর্ণ জয় করেন আনসারের শুকান্তি।

৬৮ কেজিতে আনসারের কাজলকে হারিয়ে স্বর্ণ পায় পুলিশের হালিমা।

আগামীকাল  সকাল ১০টা হতে প্রতিযোগিতার ২য় ও শেষ দিনের খেলা শুরু হবে। বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।    

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার প্রদান করেছে জাপান
সুনামগঞ্জে স্ট্যাডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ক কর্মশালা
তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান
১০