বরিশাল, ২০ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।
বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনালে বরিশাল সিটি কর্পোরেশন ফুটবল একাদশ উজিরপুর উপজেলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জণ করে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।
বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যায়। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এই খেলাকে ঘিরে মানুষের মধ্যে যে একতা ও উৎসাহ সৃষ্টি হয়, তা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি বলেন, জেলা প্রশাসনের এমন উদ্যোগ তরুণদের মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভুমিকা পালন করবে।
তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতে বরিশাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। এসময় বিভাগীয় কমিশনার টুর্নামেন্টের আয়োজক জেলা প্রশাসন, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।