চিকিৎসাসেবায় কাজ করবে গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি

বাসস
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গ্যাস্ট্রোএন্টারোলজিজনিত জটিল রোগে আক্রান্ত রোগীদের বিদেশমুখিতা হ্রাস ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবে গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি।

আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ২০২৫ এ বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, বাংলাদেশে প্রায় ২ দশমিক ৬ শতাংশ মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত; দেশে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৭ শতাংশ। এছাড়া, লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য অপেক্ষায় রয়েছে বিপুল সংখ্যক রোগী।

তারা বলেন, বাংলাদেশের লিভার ও পরিপাকতন্ত্রের রোগীর সংখ্যা অনেক। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ২৫ শতাংশ রোগী লিভার ও পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে আসেন। 

বক্তারা আরও বলেন, নব গঠিত কমিটি বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসা সেবা প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করবে ও সরকারের সহযোগিতায় তা বাস্তবাায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. এম টি রহমান।

অনুষ্ঠানে গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন, সহ-সভাপতি ডা. এএসএম এ রায়হান, মহাসচিব অধ্যাপক দেওয়ান সাইফুদ্দিন আহমেদ প্রমুখসহ নব নির্বাচিত কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গতবছর ২৮ ডিসেম্বর সোসাইটির সদস্যদের সরাসরি অংশগ্রহণে এই কমিটি নির্বাচিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০