মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২১:৫৪
শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ব্যাংক ভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস-এর একটি প্রতিনিধি দল : সংগৃহীত

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ব্যাংক ভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল)’ এর একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

এনফ্রেল এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মায়া বতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক প্রভৃতি বিষয় নিয়ে প্রতিনিধি দলটি বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘এনফ্রেল’ একটি স্বাধীন এবং নির্দলীয় বেসরকারি সংস্থা যা সার্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে এশিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে। এতে ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।

যার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড এবং পূর্ব তিমুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ওলামাদলের দ্বিবার্ষিক সম্মেলন
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়
আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে রাতের তাপমাত্রা
সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প 
জনগণের স্বতঃস্ফূর্ত গ্রাফিতির সংকলন ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র
চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
১০