লালমনিরহাটে ওলামাদলের দ্বিবার্ষিক সম্মেলন

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫০
লালমনিরহাটে ওলামাদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : বাসস

লালমনিরহাট, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের লালমনিরহাট পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার রাত ৮টার দিকে মিশনমোড় সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুস ছালাম। সম্মেলনের উদ্বোধন করেন জেলা ওলামাদলের আহ্বায়ক কাজী মাওলানা মো. গোলাম মোস্তফা এবং প্রধান বক্তা ছিলেন জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা মো. মফিদুল ইসলাম মিন্টু।

প্রধান অতিথি আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, গণতন্ত্রকে হত্যা করে জনগণের ওপর জুলুম চালিয়েছিল ফ্যাসিবাদী সরকার। সেই ফ্যাসিবাদী সরকারকে গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ওলামাদলকে ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জেলা ওলামাদলের আহ্বায়ক কাজী মাওলানা মো. গোলাম মোস্তফা উদ্বোধন ঘোষণা করে বলেন, ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রেখে ওলামাদলের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে।

প্রধান বক্তা মাওলানা মো. মফিদুল ইসলাম মিন্টু বলেন, কমিটিকে শক্তিশালী করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। এই কমিটি হবে সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে হাফেজ মো. রাশেদুল ইসলামকে সভাপতি এবং জাহিদুল ইসলাম মিঠুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে বলে জানানো হয়।

সম্মেলনে জেলা ও পৌর ওলামাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিড়াল হত্যা, থানায় জিডি
সাতক্ষীরায় সবুজ উদ্ভাবন মেলা অনুষ্ঠিত
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ
দ. কোরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কাঠামো ধসে ৭ জন আটকে পড়েছে
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লালমাই পাহাড়ে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
১০