
বগুড়া, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি বিড়ালকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এমরান হোসেন জিডিটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান।
অভিযোগে বলা হয়, সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছ গ্রামে বুলবুলি (২৬) নামে এক নারী একটি সাদা কালো রঙের পুরুষ বিড়ালকে গলা কেটে হত্যা করেন। ঘটনাটি দেখে প্রতিবেশী এক নারী বিড়ালের মৃতদেহ সংগ্রহ করে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখেন।
এ বিষয়ে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনগত ব্যবস্থা নিতে থানায় জিডি করা হয়েছে। যেকোনো বন্যপ্রাণী হত্যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
ঘটনার পর অভিযুক্ত বুলবুলির একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নিয়মিত মাছ-মাংস ও তরকারি চুরি করে খায় বলে তিনি রাগ করে মাঠ থেকে বিড়ালটিকে ধরে এনে হত্যা করেছেন।
আইনগত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করা বিড়ালের মৃতদেহ ঢাকায় ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। জিডির বিষয়ে আদালতের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।