
সাতক্ষীরা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): পরিবেশ বান্ধব উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে জেলায় অনুষ্ঠিত হয়েছে ‘সবুজ উদ্ভাবন মেলা--২০২৫।
বেসরকারী সংগঠন সিডোর আয়োজনে এবং একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা।
সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাশ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফতেমা তুজ-জোহরা, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, মানবাধিকার কর্মী জোছনা দত্ত প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত এ সবুজ উদ্ভাবন মেলায় ১৫টি স্টলে অংশ নেন জেলার তরুণ উদ্যোক্তারা।