শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪৯
ছবি : বাসস

শেরপুর, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্টের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান কাউন্সিলর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।

আরও ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জি: মনোয়ার হোসেন রঞ্জু, জেলা তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আব্দুল খালেক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, জেলা শ্রমিকদলের সহ সভাপতি ফয়সাল খান তোতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিড়াল হত্যা, থানায় জিডি
সাতক্ষীরায় সবুজ উদ্ভাবন মেলা অনুষ্ঠিত
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ
দ. কোরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কাঠামো ধসে ৭ জন আটকে পড়েছে
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লালমাই পাহাড়ে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
১০