
বাগেরহাট, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাগেরহাটের চিতলমারীতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার রাত ১১টায় সন্তোষপুর ইউনিয়নের দড়ি উমাজুরি রাধাগোবিন্দ মন্দির ও হিজলা ইউনিয়নের বোয়ালিয়া রাধাগোবিন্দ মন্দিরে উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-১ আসনের মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ উৎসব উদযাপন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব ধর্ম ও জাতি সমান মর্যাদা পাবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ৩১ দফার লিফলেট বিতরণ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।