চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৩:৪০
ছবি : বাসস

চট্টগ্রাম, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নগরীর শাহ আমানত রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

শহর কুতুব হযরত শাহ আমানত (রা.)’র মাজারে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে গতকাল মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।

পরে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন ও হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭টি বছর হাটহাজারী ও বায়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপিকে তৃণমূলের সুসংগঠিত করেছি, তার প্রতিদান স্বরূপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসাবে দিয়েছেন। 

তিনি বলেন, নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ‘ধানের শীষ’কে সর্বোচ্চ ভোটে  বিজয়ী করবেন, ইনশাআল্লাহ।

মীর হেলাল বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে। 

ব্যারিস্টার হেলাল তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। 

তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতা-কর্মী ও সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন জুগিয়েছেন, তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

পরে তিনি সেখান থেকে সরাসরি হাটহাজারীর লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক গোরস্তানে তার কবর জেয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ মোনাজাতে অংশ নেন। 

পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের  বাড়িতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন।

সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা দাদির ও অন্যান্য৷ মুরব্বিদের কবর জিয়ারত করেন। 

তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এদিকে এর আগে দলীয় মনোনয়ন পেয়ে গতকাল দুপুরে ঢাকা থেকে চট্রগ্রামে ফিরলে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ হাটহাজারী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, জেলা বিএনপি নেতা ডা. রফিকুল আলমসহ মহানগর, জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জাসাস ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু
হবিগঞ্জে ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ের আহ্বান বিএনপির
মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান
হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ
খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
টাঙ্গাইলে নকল প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা
১০