বরিশালে মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ের আহ্বান বিএনপির

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৫:৫০
ছবি : বাসস

বরিশাল, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সাথে মহানগর ও জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাকে ঘিরে সকাল থেকে সদর রোডে মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। এসময় তারা উল্লাসের সাথে সাথে নানা স্লোগান দেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে বরিশালে ঐক্যবদ্ধ হয়েছেন জেলা এবং মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানিয়েছে তারা।

সভায় মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, বরিশাল থেকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তার পক্ষেই তারা কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিয়েছে তার সাথে থেকে ধানের শীষের বিজয় অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। দলের মধ্যে কারো কোন বিভেদ নাই। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিষকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। তিনি বলেন, বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

বরিশার মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, মহানগরের সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, জেলার সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলম ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০