
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদের সময় ১৩ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
গতকাল বুধবার এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্মসচিব) মো. মাহবুব হাসান শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রবেশ পর্যায়ের শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত ছিল। উক্ত সময়সীমা আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১২ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো।
এ ছাড়া উক্ত তারিখের মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল প্রদান করেছেন, সেইসব শিক্ষাপ্রতিষ্ঠান ভুল সংশোধন (এডিট) করতে পারবেন।
নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e-Requisition) প্রদান করা সম্ভব হবে না।