
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে অক্টোবর মাসে ২ হাজার ৩২৪ টি ফৌজদারি মামলা ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে।
সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত ৪ হাজার ১৮ জনের মধ্যে ১ হাজার ৭৭০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।
আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান,
ডিএমপির মতিঝিল বিভাগ গত অক্টোবর মাসে ২৯০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৫৫ টি মামলা রুজু করে।
পরে তাদেরকে ২ লাখ ৭ হাজার ৩০০ টাকা জরিমানা ও ১৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে, ডিএমপির ওয়ারী বিভাগ ২৩৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১৫৫ টি মামলা রুজু করে। পরে তাদেরকে ২৯ হাজার ৮০০ টাকা জরিমানা ও ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগ ৪৪৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৭৯ টি মামলা রুজু করে। পরে তাদেরকে ১ লাখ ১৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয় ও ৯৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪৭৩ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৭ টি মামলা রুজু করে এবং তাদেরকে ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ও ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ৩৯৬ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৮৬ টি মামলা রুজু করে।
পরে তাদেরকে ২৪ হাজার ৬০০ টাকা জরিমানা ও ৩৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে, ডিএমপির মিরপুর বিভাগ ৯০২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৭৫ টি মামলা রুজু করে। পরে তাদেরকে ২ লাখ ৪০ হাজার ৬০০ টাকা জরিমানা ও ৩৫১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এছাড়াও, ডিএমপির উত্তরা বিভাগ ৮৯১ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৪১৫ টি মামলা রুজু করে। পরে তাদেরকে ২ লাখ ২১ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৫৩৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ৩৮৬ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৬২ টি মামলা রুজু করে এবং তাদেরকে ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় ও ১৮০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে, ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগে ৫৪৬ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নয়টি মামলা নিষ্পত্তি করে ও ৩১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
তেজগাঁও বিভাগে ৮৪৭ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪০ টি মামলা নিষ্পত্তি করে ও ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ওয়ারী বিভাগে ৩৪৩ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৬ টি মামলা নিষ্পত্তি করে ও ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। গুলশান বিভাগে ২২৯ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৯ টি মামলা নিষ্পত্তি করে ও ৩৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মিরপুর বিভাগে ৭৪৮ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯৯ টি মামলা নিষ্পত্তি করে ও ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমনা বিভাগে ৬০৯ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ টি মামলা নিষ্পত্তি করে ও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
লালবাগ বিভাগে ৫৩৪ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪২ টি মামলা নিষ্পত্তি করে ও ২১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
উত্তরা বিভাগে ৭১০ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬১ টি মামলা নিষ্পত্তি করে ও ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এতে বলা হয়, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।