
পটুয়াখালী, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নয়টি যানবাহনকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাউফল থানার সামনের সড়কে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়কে বিশৃঙ্খলা ও আইন অমান্য করে চলাচলের দায়ে ৪টি সিএনজি-চালিত অটোরিকশাকে মোট চারহাজার টাকা, ৩টি ব্যাটারি-চালিত অটোরিকশাকে মোট তিনহাজার টাকা এবং ২টি ট্রলিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।