সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:৫২
সিরাজগঞ্জে আজ ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্দ্যোগে উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রাঃ) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান। স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন বলেন, হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) ছিলেন হযরত আবু বকর (রাঃ) এর কন্যা এবং ইসলামের নবী মুহাম্মদ (সাঃ) এর তৃতীয় ও কনিষ্ঠ স্ত্রী। তিনি একজন প্রখ্যাত মুহাদ্দিছা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবতার কল্যাণে বহু অবদান রেখেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি বলেন, উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রাঃ) ছিলেন, একজন প্রখ্যাত হাদীসবিশারদ এবং ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবদ্দশায় এবং তাঁর মৃত্যুর পরেও তিনি প্রথম দিকের ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
দেশের শীর্ষ ১০ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জনতা ব্যাংক বনগ্রাম শাখার ব্যবস্থাপক হেমায়েত করিমের বিরুদ্ধে দুদকের মামলা
২০২৬ সালে মেঘনা-ধনাগোদা নদীতে সেতুনির্মাণ শুরু হবে : সেতু সচিব
১০