জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৩:৪০ আপডেট: : ০৬ নভেম্বর ২০২৫, ১৩:৪৪
জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ।

জামালপুর, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় ৩৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক গম, সরিষা, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ডালের উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে পাবেন।
একজন কৃষক এক বিঘা জমিতে যেকোনো একটি ফসল চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার পাবেন। এই কর্মসূচির আওতায় ২ হাজার কৃষক গমের জন্য, ৩৫ হাজার কৃষক সরিষার জন্য, ৪০০ কৃষক চিনা বাদামের জন্য, ৩০০ কৃষক পেঁয়াজ এবং ৩০০ কৃষক মসুর ডালের জন্য প্রণোদনা পাবেন।

প্রতিটি কৃষক গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং চিনা বাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার পাবেন। 

এছাড়া পেঁয়াজ চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার পাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, সরকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। এই সপ্তাহের মধ্যেই এসব প্রণোদনা প্রদান সম্পন্ন হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু
হবিগঞ্জে ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ের আহ্বান বিএনপির
মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান
হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ
খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
টাঙ্গাইলে নকল প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা
১০