বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২২:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে গঠিত ‘নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল’ থেকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম -ছবি : বাসস

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ-খবর  নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার তারেক রহমানের উদ্যোগে গঠিত ‘নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল’ থেকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

এসময় ডা. রফিকূল ইসলাম শিশুটির  চিকিৎসার খোঁজ-খবর নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। একইসাথে শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া তিনি শিশুটির চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও স্বাস্থ্য সেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. ফোয়ারা তাসমীম পামি, ডা. মো. জামশেদ আলী, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. সাইফুল আলম বাদশা, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. কাজী আবু তালহা।

উল্লেখ্য, ১৫ এপ্রিল নিজ বাড়ির পাশে নির্যাতনের শিকার হয়  সাড়ে ৫ বছর বয়সী  এই শিশুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ল্যাব লিক’ই কোভিডের আসল উৎস : হোয়াইট হাউস
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর : পার্বত্য উপদেষ্টা 
দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তার সঙ্গে বৈঠকে ভ্যাটিকানে পৌঁছেছেন ভ্যান্স
বিচার ও সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে : এনসিপি
রোমে ইরান-যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফা পরমাণু আলোচনার শুরু: ইরানের রাষ্ট্রীয় টিভি
অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
হাওরে ইজারা থাকা উচিৎ নয়: ফরিদা আখতার
ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৪
নদীর চিহ্ন নেই! খরস্রোতা ধরলা-বারোমাসিয়ার বুকে সবুজ ফসলের সমারোহ
দামেস্কে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যানের সঙ্গে সিরীয় নেতার সাক্ষাৎ
১০