নওগাঁ, ২৬ আগষ্ট, ২০২৫ (বাসস) : নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সাপাহার উপজেলা বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনুর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৪৫ হাজার টাকা মাওলানা আলতাফ হোসেনের হাতে তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি ও পাতাড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।