রমেক হাসপাতালের ডেন্টাল ইউনিটে নষ্ট হচ্ছে ৪ কোটি টাকার যন্ত্র

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৫:৫০
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) ডেন্টাল ইউনিটে অব্যবস্থাপনায় নষ্ট হয়ে পড়ে আছে প্রায় চার কোটি টাকার যন্ত্র। ছবি: বাসস

॥ রেজাউল করিম মানিক ॥

রংপুর, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : এক হাজার শয্যাবিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) ডেন্টাল ইউনিটে অব্যবস্থাপনায় নষ্ট হয়ে পড়ে আছে প্রায় চার কোটি টাকার যন্ত্র। ফলে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। রোগীদের চিকিৎসা পেতে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। শুধুমাত্র দক্ষ জনবলের অভাবে নষ্ট হচ্ছে এসব মূল্যবান যন্ত্র । হাসপাতাল সূত্র বলছে, বিভিন্ন সময় বিভিন্ন পরিচালক ঢাকায় দক্ষ টেকনিশিয়ান চেয়ে চিঠি লিখলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে মূল্যবান যন্ত্রপাতি অকেজো পড়ে আছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ১০০ থেকে ১১০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। রুট ক্যানেল, দাঁত তোলা ও দাঁত ফিলিং করতে প্রতিদিন ৪০ থেকে ৪৫ জন রোগী আসছেন। ২০১৩ সালে ডেন্টাল সিটি স্ক্যান মেশিনটি হাসপাতালে বসানো হয়। তারপর থেকে ওই মেশিন দিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে মাত্র দুটি মেশিন আছে। তার মধ্যে একটি ঢামেকের ডেন্টাল ইউনিটে এবং আরেকটি রমেকের ডেন্টাল ইউনিটে। এমনকি বেসরকারিভাবে চিকিৎসা দেওয়ার মতো কোথাও নেই এই মেশিন। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

এ ছাড়া অর্থোপেন্টামোগ্রাম (ওপিজি) রেডিওগ্রাফার মেশিনটি এসেছে ২০১৪ সালে। এখন পর্যন্ত রোগীদের পরীক্ষায় কোনো কাজে আসেনি এটি। যন্ত্রটির মূল্য ২০ লাখ টাকা। অন্যদিকে ডেন্টাল এক্স-রে (পেরিএপিক্যালএক্স-রে) মেশিন পাঁচটি বসানো হলেও অপারেটর না থাকায় এখন পর্যন্ত ঘরবন্দি হয়ে রয়েছে সেগুলো।

ডিজিটাল এক্স-রে সেন্টারে রেডিওভিজিওগ্রাফি (আরভিজি)’র পাঁচটি মেশিন বসানো হলেও কাজে আসছে না একটিও। মেশিনগুলো সচল করার জন্য লোকবল চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ডেন্টাল ইউনিট কর্তৃপক্ষ।

ওরাল ও মেক্সিলোফেসিয়াল সার্জারি আন্তবিভাগে ১১টি শয্যা রয়েছে। সেখানে ক্যানসার রোগীর অপারেশন করানো হয়, যা করাতে গেলে দুই থেকে চার লাখ টাকা প্রয়োজন। চিকিৎসকরা বলছেন, উত্তরবঙ্গের বেশির ভাগ মানুষ পান খেতে অভ্যস্ত। তাই প্রত্যন্ত অঞ্চল থেকে ক্যানসার রোগী বেশি আসেন। কিন্তু এই রোগের অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই।

ডেন্টাল ইউনিট সূত্রে জানা গেছে, হাসপাতালে আসা রোগীদের রুট ক্যানেল, দাঁতের ফিলিং ও দাঁত তোলা হয়। রুট ক্যানেল ও দাঁতের ফিলিং করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে দাঁতের সব ধরনের সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালে আসেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিসহ জনবল সংকটে রোগীরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের অপারেশন থিয়েটারে শুরুতে পাঁচটি চেয়ার থাকলেও এখন সচল রয়েছে মাত্র একটি। অথচ এই চেয়ারের মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা হলেও হিসাবে দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা, যা নিয়ে দুদকে মামলা চলমান রয়েছে।

রংপুরের বুড়িরহাট থেকে পরিবারসহ চিকিৎসা নিতে আসা শাহানাজ আক্তার বাসসকে বলেন, ‘ছোট বাচ্চাসহ ডাক্তার দেখালাম। দেখামাত্রই এক্স-রে করতে দিয়েছেন ডাক্তার। কিন্তু আমাদের পাঁচজনের এক্স-রে বাইরে করাতে গেলে ১ হাজার ৫০০ টাকা লাগবে। কিন্তু এখানে সরকারিভাবে করালে আরো অনেক কম খরচ হতো।’

পুলিশ সদস্য আসলাম আলী জানান, তাকে ওপিজি করাতে দিয়েছেন ডাক্তার। বাইরে করাতে গেলে টাকা লাগবে, কিন্তু এখানে ফ্রিতে হতে পারত।

রমেক ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. ফেরদৌসী বেগম বলেন, ‘মেশিনগুলো চালু করতে আগের পরিচালককে চিঠি দিয়েছি। নতুন পরিচালক আসার পরে আবারও মৌখিকভাবে জানিয়েছি, যাতে করে যন্ত্রগুলো চালু করে রোগীদের কষ্ট লাঘব করা যায়।’

রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বাসসকে বলেন, ‘হাসপাতালের যেখানে যাই, সেখানেই সমস্যা। আসলে কোনটা বেশি দরকার, সেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। ঢাকায় কথা বলে ডেন্টাল ইউনিটের সমস্যাগুলো সমাধান করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা
ঢাকার উদ্দেশে ব্যাংকক ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ইংলিশ লিগ: ফার্নান্দেসের গোলে স্বস্তির জয়ে চতুর্থ স্থানে চেলসি
ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন রাবাদা
ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
১০