ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০:০১
চলতি মৌসুম শেষে ম্যানচেষ্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা- ছবি- সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : চলতি মৌসুম শেষে ম্যানচেষ্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ম্যান সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।

বিবৃতিতে ডি ব্রুইনা লিখেছেন, ‘শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কি কথা বলতে চাই। আমি সরাসরি জানিয়ে দিচ্ছি,  কয়েকটা মাস শেষে ম্যানচেস্টার সিটি অধ্যায়  শেষ হতে যাচ্ছে।’

২০১৫ সালে ওলফসবার্গ ছেড়ে ২৪ বছর বয়সে ম্যান সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। গত ১০ বছরে সিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দু’টি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ জিতেছেন তিনি।

৩৩ বছর বয়সী ডি ব্রুইনা আরও বলেন, ‘এই বিষয়ে লেখা সহজ নয়, কিন্তু আমরা যারা পেশাদার ফুটবলার, তারা জানি, এই দিনটা একদিন না একদিন আসবেই। সেই দিনটি এসে গেছে এবং আমার কাছ থেকে এটি শোনার অধিকার আছে সকলের।’

তিনি আরও বলেন, ‘ফুটবল আমাকে আপনাদের কাছে এনেছে, এই শহরে এনেছে। এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। বিনিময়ে তাদেরকে আমার সবকিছু দেওয়া ছাড়া উপায় ছিল না,  আমরা সবকিছু জয় করলাম। পছন্দ না হলেও, বিদায় বলার সময় এসে গেছে। সুরি, রোম, মেসন, মিশেল আর এই শহর আমাদের পরিবারের জন্য যা কিছু করেছে তার জন্য আমরা ক্লাবের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। ম্যানচেস্টার আমাদের সন্তানদের পাসপোর্টে থাকবে, আমাদের হৃদয়ের গভীওে থাকবে। এটাই আমাদের সব সময়ের বাড়ি হয়ে থাকবে।’

সব মিলিয়ে ম্যান সিটির হয়ে ৪১৩ ম্যাচে ১০৬ গোল করেন ডি ব্রুইনা। এছাড়াও গোল করিয়েছেন ১৭৪টি।

ম্যান সিটি ছেড়ে কোথায় যাবেন ডি ব্রুইনা, তা এখনও নিশ্চিত নয়। গুঞ্জন আছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ বা সৌদি আরবের সৌদি প্রো লিগে যেতে পারেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তায়কোয়ানডোতে কোরিয়ান কোচ নিয়োগ
রাকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে 
প্রধান উপদেষ্টা আজ ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তব্য দেবেন
মা হারালেন বাসসের সহ-সম্পাদক জুবায়ের
রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০