গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২২:০৮

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজা উপত্যকায় বাস্তুচ্যুত নাগরিকরা তাদের সঙ্গে তাঁবু বহন করে স্থানান্তরের সময় গত এক মাস ধরে ইসরাইলি বাহিনীর বাধার শিকার হচ্ছে। আজ মঙ্গলবার জাতিসংঘ এ ঘটনার নিন্দা জানিয়েছে।

জেনেভা থেকে এএফপি জানায়, জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেনস লায়ের্কে বলেন, ‘প্রায় পাঁচ মাস ধরে গাজায় শরণার্থী সামগ্রী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিল। এই সময়ে ৭ লাখের বেশি মানুষ স্থানান্তর বা পুনঃস্থানান্তরিত হয়েছে।’

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাদের হয়তো একটি তাঁবু দেওয়া হয়েছে, কিন্তু স্থানান্তরিত হওয়ার পর তাঁবুটি তাদের সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলিরা তাঁবুকে ‘ডুয়াল ইউজ’ হিসেবে শ্রেণিবদ্ধ করতে পারে। কারণ তাঁবুর খুঁটি সম্ভাব্য সামরিক কাজে ব্যবহারযোগ্য বলে তারা মনে করে।’

ইসরাইল চলতি মাসের শুরুতে ঘোষণা করে, তারা গাজা সিটি দখল করবে এবং গত শনিবার পুনরায় বাসিন্দাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

লায়ের্কে বলেন, ‘এই আদেশের ফলে পরিস্থিতি পরিবর্তিত হয়নি এবং এখনো গাজায় তাঁবু  প্রবেশের অনুমতি নেই।’

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইসরাইলকে অভিযুক্ত করেছে, তারা ফিলিস্তিনিদের এমন অঞ্চলে পাঠাচ্ছে, যেখানে হামলা হচ্ছে।

মুখপাত্র থামিন আল-খিতান বলেন, ‘হাজারো মানুষকে গাজার দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে, অথচ সেখানে এখনো বোমাবর্ষণ হচ্ছে।’

তিনি বলেন, ‘আল-মাওয়াসির ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সেবা ও সরবরাহ, যেমন খাদ্য, পানি, বিদ্যুৎ ও তাঁবুতে কোনো প্রবেশাধিকার নেই। থাকলেও সেটা খুব কম।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০