প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২১:৪১
ছবি : বাসস

সিলেট, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণ এবং মেডিকেলের পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় পরবর্তীতে মেডিকেল এলাকায় ডাস্টবিন স্থাপন করেন নেতাকর্মীরা।

দুপুর ১২টায় মহানগর স্বেচ্ছাসেবক দল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর এবং মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী এবং পরিচালনা করেন সদস্য সচিব আফছর খান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেজিস্ট্রারি মাঠের পাশে প্রথমে বৃক্ষরোপণ করে জেলা শাখা। বৃক্ষরোপন শেষে বিকেলে রেজিস্টারি মাঠে সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদসহ এতে দলের সর্বস্তরের শত শত নেতাকর্মী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৬২৫ জন 
হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ
বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
১০