প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২১:৪১
ছবি : বাসস

সিলেট, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণ এবং মেডিকেলের পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় পরবর্তীতে মেডিকেল এলাকায় ডাস্টবিন স্থাপন করেন নেতাকর্মীরা।

দুপুর ১২টায় মহানগর স্বেচ্ছাসেবক দল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর এবং মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী এবং পরিচালনা করেন সদস্য সচিব আফছর খান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেজিস্ট্রারি মাঠের পাশে প্রথমে বৃক্ষরোপণ করে জেলা শাখা। বৃক্ষরোপন শেষে বিকেলে রেজিস্টারি মাঠে সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদসহ এতে দলের সর্বস্তরের শত শত নেতাকর্মী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০