নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০:২৭
ছবি : বাসস

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন দরকার। আজ আমার বাংলাদেশ (এবি) পার্টি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এবি পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা এবি পার্টি’র উপদেষ্টা মোবারক হোসেন সরকার, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি লিটন জাফর, সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আনোয়ার সাদাত টুটুল মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, শাহজাদপুর নিয়ে নিজের ভাবনা তুলে ধরে বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে রাজনীতির আমূল পরিবর্তন করতে হবে। দখল আর চাঁদাবাজির রাজনীতি আমরা পঞ্চাশ বছর দেখে আসছি এখন নতুন করে ভাবনার সুযোগ এসেছে।

এবি পার্টি’র সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি তুলে ধরে তিনি বলেন, প্রতিটি অঞ্চলে গড়ে ওঠা আঞ্চলিক মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। তিনি আগামী নির্বাচনে সাংবাদিক মহলসহ শাহজাদপুরের সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহোযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০