পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২৩:৫৭ আপডেট: : ২৭ আগস্ট ২০২৫, ০০:৩২
ছবি : বাসস

পিরোজপুর,২৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার  নেছারাবাদ উপজেলায়  মানসিক ভারসাম্যহীন শংকর বেপারী ৩৪০ ফুট উঁচু একটি বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে চার ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকায়  দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে গোটা উপজেলায়  বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলা বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় অনেক চেষ্টা করে ওই ব্যক্তিকে নামিয়ে  আনতে সক্ষম হন। চার ঘন্টা পর আবারো বিদ্যুৎ লাইন চালু করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, উপজেলার স্বরূপকাঠি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সেনা ক্যাম্প সংলগ্ন সন্ধ্যা নদীর পশ্চিমপাড় এবং পূর্বপাড়ের বিদ্যুৎ-সংযোগে দুই পাড়ে দুটি উঁচু টাওয়ার করা হয়েছে। উক্ত টাওয়ার দিয়ে উপজেলার বিদ্যুতের মূল সঞ্চালন লাইন টানা হয়েছে।

সকালে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি টাওয়ারের নিচে আসেন। সবার অগোচরে তিনি টাওয়ারে উঠে যান। 

এ সময় উপস্থিত লোকজন তাঁকে দেখে নামতে বললে তিনি ক্রমেই টাওয়ারের চূড়ায় উঠে যান।

নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জানে আলম  জানান , দুর্ঘটনা এড়াতে আমরা তাঁকে নামানোর জন্য প্রায় চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ  রাখার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় তাকে নামিয়ে আনতে সক্ষম হন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০