
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন।
গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, সম্মেলনকালে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে।
রোববার ঢাকার সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে সম্মেলনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা এই নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করেন।
এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত গণসংহতি আন্দোলনের তিন দিনব্যাপী ৫ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়। একই সঙ্গে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ ও পরামর্শক পরিষদ গঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন, বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, দীপক কুমার রায়, তরিকুল সুজন, এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, অঞ্জন দাস, ড. নাসির উদ্দিন, নুরুন্নেসা মুন্নী, মনিরুল হুদা বাবন, মুনীর চৌধুরী সোহেল, আব্দুল আলীম, ইখতিয়ার উদ্দিন বিপা, অপরাজিতা চন্দ, তৌহিদুর রহমান, শহীদ শিমুল, আমজাদ হোসেন, মাহবুব রতন, আরিফুর রহমান মিরাজ, জুয়েল রানা, সাদিক রেজা, গোলাম মোস্তফা, জাহিদ সুজন, রেক্সোনা পারভীন সুমি, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, পপি রানী সরকার, লুভানা তাবাসসুম, আবদুল্লাহ নাদভী, রুবিনা ইয়াসমিন, মুন্নী মৃ, নিয়ামুর রশীদ বিপ্লব, রোকনুজ্জামান মনি, বেনু আক্তার, মোস্তাফিজুর রহমান রাজীব, মুফাখখারুল ইসলাম মুন, লুতফুন্নাহার সুমনা, জাহিদুল আলম আল জাহিদ, তাহসিন মাহমুদ ও আবু রায়হান খান। ৭টি পদ শূন্য রাখা হয়েছে।
রাজনৈতিক পরিষদ সদস্যরা হলেন দেওয়ান আবদুর রশীদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নূরুল আলম শাহীন।
পরামর্শক পরিষদের সদস্যরা হলেন ড. সায়েমা খাতুন, প্রকৌশলী জাকারিয়া নেওয়াজ, গ্রুপ ক্যাপ্টেন (অব) মো. খালিদ হোসাইন, সৈকত মল্লিক, শ্যামলী শীল ও ইমরাদ জুলকারনাইন।