মেমন মাতৃসদনকে ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৯:৫০
শনিবার চট্টগ্রাম নগরের মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: বাসস

চট্টগ্রাম, ৮ মার্চ ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের মেমন মাতৃসদনকে ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

শনিবার (৮ মার্চ) হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

জানা গেছে, হাসপাতালটিতে সংযোজিত হতে যাওয়া যন্ত্রপাতির মধ্যে ডায়াথার্মি মেশিন, রিফ্লেকটিভ ফোটোথেরাপি (ডাবল), ইনফ্যান্ট রেডিয়েন্ট ওয়ার্মার, ইনফ্যান্ট ইনকিউবেটর, এলইডি অপারেশন থিয়েটার লাইট, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, সাকার মেশিন এবং টেবলটপ সেন্ট্রিফিউজসহ ১০ ধরনের মেডিকেল যন্ত্রপাতি রয়েছে।

ডা. শাহাদাত বলেন, ‘আমরা মেমনকে একটি ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে রোগীরা আধুনিক চিকিৎসা সেবা পাবেন বিনামূল্যে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গরিব ও অসহায় মানুষের জন্য এটি বিশাল সুযোগ হবে। 

মেয়র বলেন, ‘আমি থিওরিটিক্যাল কথা বলি না, বাস্তবসম্মত কাজ করতে চাই।’ অতীতে এই হাসপাতালের যে সুনাম ছিল, আমরা সেই ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করব। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং নতুন জনবল নিয়োগের জন্য কাজ করছি। 

হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে, যাতে রোগীদের সঠিক সেবা নিশ্চিত করা যায়। কোন জায়গায় সমস্যা আছে, আপনারা আমাকে জানান। আমি সে সমস্যা সমাধানে ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি এনআইসিও স্থাপন করা হবে। এ জন্য ইতোমধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান এক কোটি টাকা অনুদান দিয়েছে। শিগগির কাজ শুরু করা হবে।’

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. দিদারুল মুনীর, ডা. রহিমা খাতুন, ডা. ফাহমিদা সিলভি, ডা. বাবলী মল্লিকা, সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা
ঢাকার উদ্দেশে ব্যাংকক ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ইংলিশ লিগ: ফার্নান্দেসের গোলে স্বস্তির জয়ে চতুর্থ স্থানে চেলসি
ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন রাবাদা
ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
১০