ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩২

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৮৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন রয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৫৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ২২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৪ হাজার ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীনতা ও গণতন্ত্র অস্বীকারকারীদের রাজনীতিতে কোনো স্থান নেই : বরকত উল্লাহ বুলু 
আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : এ্যানি
আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের ইতিহাস : সালাউদ্দিন আহমেদ
রাশিয়ায় অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫
জাতি পুনর্গঠনে ঐক্যের আহ্বান তারেক রহমানের
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী ঢাকের হাট 
আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় : জ্যোতি
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
১০