আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় : জ্যোতি

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানান, এখন বাংলাদেশ দল জানে কিভাবে বড় টুর্নামেন্টে ম্যাচ জিততে হয়।

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের আগের সাফল্যকে ছাপিয়ে যেতে আসন্ন মেগা ইভেন্টে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ দল। 

গত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। নিজেদের প্রথম আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পায় টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারায় বাংলাদেশ। 

জ্যোতি জানান, বড় লক্ষ্য নিয়েই ভারত ও শ্রীলংকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। 
ব্যাঙ্গালুরু এবং কলম্বোতে একসাথে অনুষ্ঠিত ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। এর আগে আমরা অনভিজ্ঞ ছিলাম এবং বড় মঞ্চে জয়ের কৌশল জানতাম না।’

তিনি আরও বলেন, ‘গত বিশ্বকাপের পর আমরা দেশে এবং বিদেশে অনেক ক্রিকেট খেলেছি। তাই আমাদের অভিজ্ঞতা বেড়েছে। এজন্য এখন আমরা বড় টুর্নামেন্টে ম্যাচ জয়ের কৌশল জানি।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভাল সুযোগ দেখছেন জ্যোতি। তিনি বলেন, ‘আমরা এবারের বিশ্বকাপে ভাল করার জন্য মুখিয়ে আছি। এবারের আসরে আমাদের ভাল করার সুযোগ আছে।’

জ্যোতি আরও বলেন, ‘যেখানে নারী ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে, সেখানে ক্রিকেটকে তুলে ধরার জন্য নিজেদের দায়িত্ব সর্ম্পকে আমরা সচেতন। আমরা বিশ্বাস করি, পারফরমেন্সের মাধ্যমে সমর্থকদের প্রতিদান দেওয়ার সময় এসেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীনতা ও গণতন্ত্র অস্বীকারকারীদের রাজনীতিতে কোনো স্থান নেই : বরকত উল্লাহ বুলু 
আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : এ্যানি
আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের ইতিহাস : সালাউদ্দিন আহমেদ
রাশিয়ায় অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫
জাতি পুনর্গঠনে ঐক্যের আহ্বান তারেক রহমানের
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী ঢাকের হাট 
আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় : জ্যোতি
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
১০