আওয়ামী আমলে প্রতিমা ভাঙচুরের ছবি সম্প্রতির বলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আওয়ামী শাসনামলে ২০২১ সালে প্রতিমা ভাঙচুরের পুরোনো ছবি সাম্প্রতিক সময়ের বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, প্রতিমা ভাঙচুরের এই ছবিগুলো সাম্প্রতিক নয়, পুরোনো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, জয়পুরহাটে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত তিনটি ছবি সাম্প্রতিক নয়; অন্তত ২০২১ সাল থেকেই এগুলো ইন্টারনেটে রয়েছে। এর মধ্যে দুটো ছবি ২০২১ সালের সেপ্টেম্বরে জয়পুরহাটের শুকতাহার এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে নিশ্চিত হওয়া গেছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায় যে, জাতীয় দৈনিকের প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে উল্লেখ করা হয়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার মধ্যপাড়া ও পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে কয়েকটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছিল পুলিশ।

বাংলাফ্যাক্ট জানায়, সাম্প্রতিক সময়ে জয়পুরহাটে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম। তিনি বাংলাফ্যাক্টকে জানান, শুকতাহার এলাকায় প্রতিমা ভাঙচুরের কোনো নতুন ঘটনা ঘটেনি।

এছাড়াও দৈনিক পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধিরা বাংলাফ্যাক্টকে বলেন, ‘ওই এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

আলোচিত দাবিটি মিথ্যা এবং প্রচারিত ছবিগুলো পুরোনো বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাটোরে জামায়াতের সমাবেশ
জামালপুরে তিন দিনব্যাপী নৌকা বাইচ শুরু
ফ্রান্সের সারকোজি পাঁচ বছরের কারাদণ্ডের প্রস্তুতি নিচ্ছেন 
শিবচরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সাবেক এফবিআই পরিচালক কোমির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন
দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে বস্ত্র বিতরণ
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
১০